Shah Rukh Khan-Aararaari Raaro Song:জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ, কেন লিখলেন 'জীবন দিয়ে বুঝেছি'?

Shah Rukh Khan-Aararaari Raaro Song:জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ, কেন লিখলেন 'জীবন দিয়ে বুঝেছি'? জওয়ান বড় পর্দায় মুক্তি পেয়েছে যে দেখতে দেখতে এক মাস হতে চলল। তার এতদিন পর অবশেষে এই ছবির গান ‘আরারারি রারো’ প্রকাশ্যে এল। শাহরুখ খান শনিবার এই গানটির পুরো ভিডিয়ো সং-টা ইনস্টাগ্রামে পোস্ট করেন। যাঁরা ছবিটা দেখেছেন তাঁরা সকলেই জানেন এটা ছবিটির অন্যতম সুন্দর এবং মন ভোলানো গান। শাহরুখ খানও এদিন জানালেন তিনি এই গানটার সঙ্গে ভীষণ ভাবে নিজেকে মেলাতে পারেন। এক নজরে সব খবর জনপ্রিয় ক্রিকেট বায়োস্কোপ এশিয়ান গেমস ২০২৩ বাংলার মুখ ভাগ্যলিপি ছবিঘর কলকাতা কর্মখালি ওয়েবস্টোরি টুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-Aararaari Raaro Song:জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ, কেন লিখলেন 'জীবন দিয়ে বুঝেছি'? WhatsApp Shah Rukh Khan-Aararaari Raaro Song:জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ, কেন লিখলেন 'জীবন দিয়ে বুঝেছি'? ১ মিনিটে পড়ুন . Updated: 01 Oct 2023, 06:58 AM IST Subhasmita Kanji গুগল নিউজে আমাদের পড়ুন জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ জওয়ানের আরারারি রারো মুক্তি পেতেই নস্টালজিক শাহরুখ Shah Rukh Khan-Aararaari Raaro Song: মুক্তি পেল জওয়ান ছবির গান আরারারি রারো। এই গানটি শেয়ার করে শাহরুখ খান লিখলেন মায়ের ভালোবাসার থেকে শক্তিশালী কিছুই হয় না। জওয়ান বড় পর্দায় মুক্তি পেয়েছে যে দেখতে দেখতে এক মাস হতে চলল। তার এতদিন পর অবশেষে এই ছবির গান ‘আরারারি রারো’ প্রকাশ্যে এল। শাহরুখ খান শনিবার এই গানটির পুরো ভিডিয়ো সং-টা ইনস্টাগ্রামে পোস্ট করেন। যাঁরা ছবিটা দেখেছেন তাঁরা সকলেই জানেন এটা ছবিটির অন্যতম সুন্দর এবং মন ভোলানো গান। শাহরুখ খানও এদিন জানালেন তিনি এই গানটার সঙ্গে ভীষণ ভাবে নিজেকে মেলাতে পারেন। ৭ সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পাওয়ার পর থেকেই একটার পর একটা ছক্কা হাঁকিয়েই চলেছে জওয়ান। নিজেকে রেকর্ড ভেঙেছে, নিজেই রেকর্ড গড়েছে। বক্স অফিসে ইতিমধ্যেই প্রায় ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছিল। বিশ্বজুড়ে সেটা তো প্রায় ১১০০ কোটি ছুঁতে চলল! সকলের মন জয় করে নেওয়ার পর এবার এই আরারারি রারো গানটির ভিডিয়ো প্রকাশ্যে আনা হল। এই গানটি পুরোপুরি দীপিকার উপর চিত্রিত হয়েছে। এই ছবিতে দীপিকাকে বিক্রম রাঠোরের স্ত্রী এবং আজাদের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। আর এই উক্ত দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান। আর এই আরারারি রারো গানটিতে আজাদের জেলে জন্ম থেকে তার বেড়ে ওঠা পুরোটাকে তুলে ধরা হয়েছে। কী লিখেছেন শাহরুখ? শাহরুখ খান এদিন এই গানটি দেয়ার করে লেখেন, 'এই গানটি বুঝিয়ে দেয় যাই হয়ে যাক না কেন একজন মা সবসময় তাঁর সন্তানের পাশে, তার সঙ্গে থাকবেন, তাকে পথ দেখাবেন। আমি নিজে সেটা নিজের জীবন দিয়ে অনুভব করেছি। মায়ের ভালোবাসার থেকে শক্তিশালী কিছুই হয় না।' এরপর তিনি এই গানটির নাম লিখে জানান সেটার ভিডিয়ো প্রকাশ্যে এল। তিনি একই সঙ্গে যাঁরা জওয়ান দেখেননি তাঁদের টিকিট কাটার কথাও মনে করিয়ে দেন।

Comments